শিশু এবং মহিলাদের সুরক্ষায় নিরাপদ নয় দেশ। সংসদে গর্জে উঠলেন জয়া বচ্চন।
তেলেঙ্গানায় ২৬ বছরের চিকিৎসকের ওপর যৌন নির্যাতনের এবং হত্যার ঘটনার পাশাপাশি রাজস্থান, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায়, নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। নক্কারজনক ঘটনার বিরুদ্ধে সোমবার দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলও বেড়িয়েছে। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশে।
সোমাবার রাজ্য সভায় জয়া বচ্চন ক্ষুব্ধ স্বরে বলেন, তেলেঙ্গানা ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের আম জনতার হাতে ছেড়ে দেওয়া উচিত এবং তাঁদের গণপিটুনি দেওয়া উচিত । তিনি আরও বলেন, এখন সময় এসেছে ... জনগণ এই বিষয়ে সরকারের কাছ থেকে একটি উপযুক্ত এবং নির্দিষ্ট উত্তর জানতে চায়। আমার মনে হয় এখন সময় এসেছে ... নির্ভায়া হোক, কাঠুয়া হোক বা তেলঙ্গানা... জনগণ চায় এই বিষয়ে সরকার একটি যথাযথ এবং সুনির্দিষ্ট জবাব দিক।
জয়া বচ্চনের আগে এআইএডিএমকে সাংসদ বিজিলা সত্যনাথ গণধর্ষণের বিষয়ে বলেন, শিশু এবং মহিলাদের জন্য এই দেশ নিরাপদ নয়। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তেলঙ্গানা ধর্ষণ তথা হত্যাকাণ্ডে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ জানান ওই সাংসদ।