সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে টুইটারে তাঁরে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ' সৌমিত্র দা-র জন্মবার্ষিকীতে তাঁকে খুব মিস করছি। তিনি একজন কিংবদন্তি, যিনি তাঁর সমস্ত কাজেই ছাপ রেখে গিয়েছেন। সম্প্রতি তাঁর আঁকা চিত্রকর্ম, ফিল্ম পোস্টার এবং পোশাক সমন্বিত একটি প্রদর্শনীর উদ্বোধন করার সুযোগ পেয়েছে। আমি তাঁর পরিবারের উষ্ণতা এবং ভালবাসার জন্য কৃতজ্ঞ ।'
গত ১৫ নভেম্বর হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ্যায়। ফেলুদার মৃত্যুর সঙ্গে-সঙ্গে বাংলা চলচ্চিত্রের একটা যুগ শেষ হয়ে গিয়েছে।