আধুনিক ভারতীয় কবিতার অন্যতম সেরা কবি, নীলমণি ফুকনের বিস্ময়কর অনুভূতি প্রায় সাত দশক জুড়ে প্রাণিত করছে আমাদের। তাঁর কবিতাযাপনের অভিজ্ঞতার সঙ্গে এই সময়ের অ-অসমিয়া, বিশেষ করে বাঙালি পাঠকের সংযোগ কতটা আর কীভাবে ছড়িয়ে আছে তা? এরকম প্রশ্ন তুলেই শুরু হল নীলমণির কবিতার ধারাবাহিক অনুবাদ।