সহিষ্ণুতার ভাষা
উনিশশো বাহান্নতে ঢাকা শহরে যে-আন্দোলনের জন্ম সে আন্দোলন যে পরবর্তী দিনে ‘একটি ভাষা’ বা একটি নির্দিষ্ট ভাষিক গোষ্ঠীর নয়, হয়ে উঠেছে নিখিল বিশ্বের প্রতিটি ক্ষুদ্র, ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাষিকগোষ্ঠীসহ মাঝারি এবং বৃহৎ সব ভাষিক গোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষার অগ্রগতির আন্দোলনের একটা প্রতীকী দিন।