ম্যাকডোনাল্ডে খাবার কিনতে গিয়ে পার্কিং নিয়ে এক প্রবীণ নাগরিককে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছে ট্রাফিক পুলিশ। যার জেরে নিরানন্দে পরিণত হল ম্যাকডোনাল্ডের তথাকথিত 'হ্যাপি মিল'!৭৫ বছরের জন বাবেজ ইংল্যান্ডের লুটনের বাসিন্দা। নাতি টেলরকে সারপ্রাইজ দিতে তাঁকে নিয়েই ম্যাকডোলান্ডের আউটলেটে গিয়েছিলেন। সেখান থেকে নাতির জন্য ২০০ টাকার সুস্বাদু খাবার কেনেন। এরপরই গাড়িতে গিয়ে বাড়ি ফেরার উদ্দেশে বসেন ৭৫ বছরের ব্রিটিশ নাগরিক। ঠিক তখনই গাড়ি থেকে নেমে পাশের মাঠে খেলতে চলে যায় নাতি টেলর।