শাশ্বত প্রবাহের বিস্তার
বাইবেল ও কোরানে, মহাপুরুষ ইব্রাহিমের সবচেয়ে প্রিয় সম্পদ ঈশ্বরের নামে বলি দেবার যে প্রতীকধর্মী গল্প প্রচলিত আছে, তাতেও প্রমাণিত হয়, নরবলির জঘন্য প্রথাকে সেমিটিকদের বিবর্তিত বিশ্বাস বরদাস্ত করেনি। ইসলাম ব্যক্তিগত সম্পদ কিংবা কোরবানির একাংশ বিলিয়ে দেবার নির্দেশ দিয়ে বোঝাতে চেয়েছে, সামাজিক দায়বদ্ধতা তার ভেতর আর বাইরের আবশ্যিক অঙ্গীকার।