অগ্রজ আর অনুজ, প্রাগ্রসর আর অনগ্রসর বহুজনের মিলনমেলা শুরু হয়েছে ঐতিহাসিক পার্কসার্কাস ময়দানের পল্লবিত চত্বরে। সোমবার মেলার উদ্বোধন করলেন রাজ্যের প্রবীনতম মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।উৎসবমুখর আবহে। সূচনায়, মিলনমেলার পরশমণি জাগিয়ে তুলতে, সুব্রতবাবুর হাতে মিলে গেল ফিরহাদ হাকিম, জাভেদ খান, গিয়াসউদ্দিন মোল্লা, নাদিমুল হক, গোলাম আলি আনসারি, পি বি সেলিম সহ অনেকের কয়েকগুচ্ছ হাত। ডানদিকে, বাঁদিকে জড়ো হয়ে তখন সবার উৎসাহ আর করতালিতে মিশে আছে মেলার সংগঠক পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের এম ডি মৃগাঙ্ক বিশ্বাস, জি এম শামসুর রহমান ও অন্যান্য প্রমুখের প্রযুক্ত উচ্ছাস। এ এক মনোহ