বুধবার সকালে সুখবর ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর ‘জাতিস্মর’ ছবির হিন্দি রিমেকের কথা ঘোষণা করলেন টুইটারে। জাতিস্মরে প্রধান চরিত্র ছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি কিন্তু হিন্দি রিমেকে অ্যান্টনির বদলে মির্জা গালিব। আর সে ছবির জন্য গান লিখছেন সুপরিচিত উর্দু কবি ও চলচিত্রকার গুলজার । সুর দিচ্ছেন এ আর রহমান। ছবির নাম ‘হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব’।