আজকাল হাতে পায়ে কালো সুতো একটা অলঙ্কারের মতই ব্যবহার করেন কেউ কেউ । কেউ আবার ছোট বাচ্চাদের যাতে নজর না লাগে তাই কালো সুতো বেঁধে দেন হাতে-পায়ে । কিন্তু মনে রাখবেন, কালো সুতো কিন্তু সবার পরার উপযুক্ত নয় । শুধু তাই নয়, কালো সুতো পরার কিছু নিয়মও রয়েছে । জ্যোর্তিশাস্ত্র অনুযায়ী সেগুলো মেনে না চললে জীবনে ভাল হওয়ার পরিবর্তে খারাপ হতে পারে ।
এই সুতো ধারণ করার নিয়মগুলি-- জ্যোতিষবিদদের কথা অনুযায়ী মকর,কুম্ভ ও তুলা এই তিন রাশির জন্য কালো রং ও কালো সুতা উপকারী। এই তিন রাশির জাতক জাতিকারা অনায়াসে কালো সুতা পড়তে পারেন।