মেকআপ মহিলাদে্র নিত্য সঙ্গী। ঘরে কিংবা বাইরে মহিলাদের জয়যাত্রার ধ্বজা উর্দ্ধে। এত কিছু সামলেও নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে গিয়ে মেকআপকে কিটব্যাগে রাখতে হচ্ছে প্রতিনিয়ত।একটু-আধটু ব্রাশ অ্যাপ করে নিতে হয়। রোজ রোজ ফাউন্ডেশন, লিপস্টিক, লাইনার, আইশ্যাডো তাকে সাজাচ্ছে ঠিকই। কিন্তু বিনিময়ে আস্তে আস্তে প্রাকূতিক জেল্লা কেড়ে নিচ্ছে এই প্রসাধনী।
তবে কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যার সমাধান হতে পারে।
বাছতে হবে কম রাসায়নিক যুক্ত মেকআপ---