শীতের উত্তুরে হাওয়া কাঁপন ধরালেও রাজনৈতিক উত্তাপে সরগরম রাজ্য। একদিকে, পুরুলিয়ায় জননেত্রী মমতার সভা। অন্যদিকে, হেড়িয়ায় আজই সভা করবেন শুভেন্দু অধিকারী। দুপুর ১টা নাগাদ পুরুলিয়া ২ নম্বর ব্লকের হুটমুড়া গ্রামের ফুটবল ময়দানে উপস্থিত থাকবেন মমতা।
মেদিনীপুরের খেজুরির হেঁড়িয়াতে দুপুর ১টা নাগাদ সভায় দেখা যাবে শুভেন্দু অধিকারীকে। মঞ্চে থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারী আজ কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।এর পাশাপাশি, প্রায় একই সময়ে দুপুর ১টা নাগাদ খেজুরির বিদ্যাপীঠে সভামঞ্চে আজই থাকছেন মদন মিত্র।
গতকালই নন্দীগ্রামের সভামঞ্চ থেকে আসন্ন ভোটে স্বয়ং নিজেই প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী। ঠিক তারপরই শিশিরপুত্র শুভেন্দু অধিকারী খোলা বাতাসে হুঙ্কার ছড়িয়ে দিয়ে দাবি করেছেন, 'নন্দীগ্রামে হাফ লাখ ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব।'
জননেত্রী মমতার জনমুখী কর্মে নন্দীগ্রামের মানুষের আস্থা কতটা সেটা সময় বলে দেবে। কিন্তু গেরুয়া শিবির যে নেত্রীর সার্বিক উন্নয়ণসূচিকেও অস্বীকার করে বারবার ইস্যু বানিয়ে ব্যর্থ হুঙ্কারের বুলি ওড়াচ্ছে তা পরিস্কার ।