মহামারি পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত তথ্য দিতে রাজ্যে আসছে নির্কবাচ মিশনের ফুল বেঞ্চ। একটি সাংবাদিক সম্মেলন করে কমিশনের তরফে কোভিড আবহের যাবতীয় নির্দেশকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
অতিমারির মধ্যে কীভাবে সম্পন্ন হবে বাংলার বিধানসভা ভোট? সংক্রমণের ঝুঁকি এড়িয়ে নির্বাচন পর্বে কী কী সাবধানতা অবলম্বন করা হবে? কীভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন করোনা আক্রান্তরা? সমস্তটা নিয়েই বিস্তারিত নির্দেশিকা দিতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের গোটা বেঞ্চ। আগামী ২২ জানুয়ারি সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি জানাবেন আধিকারিকরা। শুক্রবার বেলা সাড়ে ১২টায় শহরের একটি পাঁচতারা হোটেলে এই সাংবাদিক বৈঠক করবেন তাঁরা।